৮ হাজার ৪শ’ পিস ইয়াবা উদ্ধার বগুড়ায় স্বামী-স্ত্রী ও ননদ-ভাবি গ্রেফতার
স্টাফ রিপোর্টার : মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার সদস্যরা পৃথক দুটি অভিযান চালিয়ে ৮ হাজার ৪শ’ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী ও ননদ-ভাবিসহ ৪ জনকে গ্রেফতার করেছে।
অধিদপ্তর সূত্র জানায়, গত বুধবার রাতে বগুড়া- ঢাকা মহাসড়কে শাজাহানপুর উপজেলার নয়মাইল নামক স্থানে উত্তেবঙ্গগামী একটি বাস থেকে ৬ হাজার পিস ইয়াবাসহ জয়পুরহাট পৌর এলাকার আরামনগরের বাসিন্দা বকুল হোসেন ও দিনাজপুর জেলার হাকিমপুরের বাসিন্দা লাকি বেগমকে গ্রেফতার করে। তারা স্বামী-স্ত্রী বলে পরিচয় দিয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক জিললুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃতরা এই দুইজন মাদক ব্যবসায়ী। তারা ঢাকা থেকে শ্যামলী পরিবহনের একটি বাসে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা ৭ টার দিকে শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় বাস থামিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে নিজেদেরকে স্বামী- স্ত্রী পরিচয় দেয়। পরে তাদের ব্যাগ তল্লাশি করে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা জানায়, দীর্ঘদিন ধরে তারা স্বামী- স্ত্রী পরিচয়ে ঢাকা থেকে ইয়াবা নিয়ে জয়পুরহাট ও দিনাজপুরের হিলি এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, ইয়াবা পাচারকালে ননদ-ভাবীকেও গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সদস্যরা। তাদের পায়ে স্কচটেপ দিয়ে পেচিয়ে রাখা ২ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার পাগলা উত্তরপাড়া গ্রামের দিপা আক্তার (৩০) ও তার ভাবী খুলনা জেলার রুপসা থানার নৈহাটি গ্রামের নুর-নাহার (৪০)। তারা সম্পর্কে ননদ- ভাবী। গতকাল বৃহস্পতিবার রাতে বগুড়া- ঢাকা মহাসড়কে শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় উত্তরবঙ্গগামী বাস তল্লাশি করে তাদেরকে গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় উত্তরবঙ্গগামী হানিফ পরিবহনের একটি বাস তল্লাশি করা হয়।
এসময় পাশাপাশি সিটে বসে থাকা ননদ- ভাবীকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে দুই জনের পায়ে স্কচটেপ দিয়ে পেচিয়ে রাখা ২ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্যনিয়ন্ত্রণ আইনে শাজাহানপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148184