দুই শতাধিক কবি সাহিত্যিককে নিয়ে বগুড়ায় শুরু হয়েছে কবি সম্মেলন
স্টাফ রিপোর্টার : বাংলাদেশের বিভিন্ন প্রান্তের দুই শতাধিক কবি সাহিত্যিক নিয়ে বগুড়ায় শুরু হয়েছে দুই দিনব্যাপী কবি সম্মেলন। বগুড়া লেখক চক্রের আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে আজ শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় ফিতা কেটে সম্মেলনের উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপি’র সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা।
এ সময় প্রধান অতিথি ছিলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহা. হাছানাত আলী। সভাপতিত্ব করেন সরকারী মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজের অধ্যক্ষ ও সংগঠনের উপদেষ্টা ড. বেলাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক। উদ্বোধনের পর লেখক চক্রের মুখপত্র ‘ঈক্ষণ’, বেড়ে ওঠার কাগজ ‘নিওর’, স্যুভেনীর এবং ২টি সেমিনার পেপার এবং মুহম্মদ শহীদুল্লাহ’র প্রবন্ধ গ্রন্থ ‘কবির দায়, কবিতার মুক্তি’ এর উন্মোচন করা হয়।
বাচিক শিল্পী অলক পালের সঞ্চালনায় সম্মানিত অতিথি ছিলেন সাবেক সচিব কবি প্রাবন্ধিক আমিনুল ইসলাম, বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি প্রাবন্ধিক বজলুল করিম বাহার, কবি -প্রাবন্ধিক প্রফেসর মুহম্মদ শহীদুল্লাহ, উপদেষ্টা এড. পলাশ খন্দকার, বগুড়া ইয়ূথ কয়্যারের প্রতিষ্ঠাতা ও বগুড়া সাংস্কৃতিক ফোরামের আহবায়ক তৌফিকুল আলম টিপু, দৈনিক ইনকিলাবের বগুড়া ব্যুরো চীফ মহসিন আলী রাজু, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা এড. পলাশ খন্দকার, তাহেরা-ইউনুছ হোল্ডিং লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আমিনুর রহমান এবং নাট্যকর্মী রবিউল করিম হৃদয়।
দুই দিনব্যাপী কবি সম্মেলনে উদ্বোধনী ও সমাপনী ছাড়াও থাকছে দুইটি সেমিনার পর্ব, ৩টি আলোচনা পর্ব এবং ৪টি স্বরচিত কবিতা পাঠ পর্ব। কবি সম্মেলন উপলক্ষ্যে জেলা পরিষদ চত্বরে বসেছে মিনি বইমেলা। যেখানে বাংলা একাডেমি এবং বগুড়া লেখক চক্রের স্টলে জাতীয় ও স্থানীয় লেখকদের বই বিক্রি করা হচ্ছে। পাওয়া যাচ্ছে লিটল ম্যাগাজিন ও পিঠা। উদ্বোধনের আগে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং কবিরা নেচে গেয়ে আনন্দ করেন।
নুর কামরুন নাহারের লেখা সেমিনারে সভাপতিত্ব করেন রফিকুর রশীদ। আলোচনা করেন ড. মাহফুজা হিলালী, মনি হায়দার, কামরুন নাহার শীলা, জিল্লুর রহমান ও খোরশেদ বাহার। সেমিনার পর্বটি উপস্থাপনা করেন মাহফুজ ফারুক। এছাড়া আলোচনায় অংশগ্রহণ করেন ড. অখিল পোদ্দার, শিহাব আব্দুল্লাহ, আশরাফুল নয়ন, রেহেনা সুলতানা শিল্পী, মুহম্মদ ফরিদ হাসান।
‘তারুণ্যের কবিতায় সংকট ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সম্পাদক কামরুল বাহার আরিফ। ইসলাম রফিকের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন বকুল আশরাফ, শিবলী মোকতাদির, সৌম্য সালেক, নাহিদা আশরাফী, সিকতা কাজল, তিথি আফরোজ, হিরণ্য হারুন, দীপংকর মারডুক এবং শৈবাল নূর। কবিতা পাঠের দুই পর্বে সভাপতিত্ব করেন শাহ সানাউল হক ও ছড়াকার মুসতাফা আনসারী এবং সঞ্চালনা করেন তাহমিনা শিল্পী এবং ছড়াকার এস এম খলিল বাবু। দল অন্যরকম এর অন্যরকম এক পরিবেশনা দিয়ে কবি সম্মেলনের প্রথম দিন শেষ হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148182