সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সহযোগী ‘গোল্ডেন আলম’ গ্রেপ্তার
ঢাকার কেরানীগঞ্জে সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ঘনিষ্ঠ সহযোগী ও আওয়ামী লীগ নেতা নুর আলম ওরফে গোল্ডেন আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশ। বহুদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের মুখেও আত্মগোপনে থাকা গোল্ডেন আলমকে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকা থেকে আটক করা হয়।
ডিবি পুলিশের ওসি মো. সাইদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে গোল্ডেন আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। পাশাপাশি ৫ আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অর্থায়ন, পলাতক নেতাদের আশ্রয় দেওয়া এবং সাবেক প্রতিমন্ত্রী বিপুর পছন্দের বিভিন্ন স্থান দেখভালের অভিযোগও রয়েছে।
গোল্ডেন আলমের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে যে, জুলাই–আগস্টের গণ-অভ্যুত্থানকালে ছাত্র-জনতার মিছিলে গুলিবর্ষণ, ২০১৩ সালের ৫ মে রাজেন্দ্রপুর বাসস্ট্যান্ড এলাকায় তার নেতৃত্বে পিস্তল ও শটগান দিয়ে হেফাজত ইসলামের মিছিলে গুলি চালিয়ে অন্তত ১০ জনকে আহত করা, এবং তৎকালীন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসির সহায়তায় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের থানায় ডেকে নির্যাতন করে মিথ্যা মামলায় কারাগারে পাঠানো।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আক্তার হোসেন জানান, শুক্রবার সকালে ডিবি পুলিশ গোল্ডেন আলমকে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে থাকা পুরোনো মামলার পাশাপাশি নতুন একাধিক মামলায়ও গ্রেপ্তার দেখানো হবে। ইতোমধ্যে তাকে আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148180