পাবনার সুজানগরে বাঁশ ও বেত শিল্পের ভবিষ্যত অনিশ্চিত
সুজানগর (পাবনা) প্রতিনিধি: পাবনার সুজানগরে এক সময়ের অতি জনপ্রিয় বাঁশ ও বেত শিল্পের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। বিশেষ করে এলাকা থেকে দিনের পর দিন বাঁশঝাড় ও বেতঝাড় উজার হয়ে যাওয়ায় এই শিল্প মুখ থুবড়ে পড়েছে।
উপজেলার ভায়না ইউনিয়নের চেয়ারম্যান আমিন উদ্দিন জানান, এক সময় উপজেলার গ্রাম-গঞ্জের প্রতিটি বাড়িতে প্রচুর পরিমাণে বাঁশ ও বেতঝাড় দেখা যেতো। এসব বাঁশ ও বেতঝাড় কখনও প্রাকৃতিকভাবে আবার কখনও ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলা হতো। ওই সময় উপজেলার ৩শতাধিক পরিবার বাঁশ ও বেতের আসবাবপত্র তৈরি করে জীবিকা নির্বাহ করতেন।
গ্রাম-গঞ্জে তাদের তৈরি বাঁশ ও বেতের দাঁড়িপাল্লা, ধান-চাল ওজন করা কাঠা, ধামা, ঝুড়ি, ডালি, টোবা, খাঁচি, কুলা, চালন ও দোলনাসহ বিভিন্ন আসবাবপত্রের ব্যাপক চাহিদা ছিল। তাছাড়া সে সময় বিত্তবান এবং অভিজাত পরিবারেও বাঁশ ও বেতের তৈরি চেয়ার, টেবিল সোফাসেট এমনকি খাট-পালংও শোভা পেতো।
মানিকদীর গ্রামের বেতশিল্পী অজয় নিশি জানান, আধুনিক এবং বিজ্ঞানের উন্নত প্রযুক্তির এই সময়েও বাঁশ ও বেতের তৈরি জিনিসের যথেষ্ট কদর রয়েছে। কিন্তু প্রয়োজনীয় পরিচর্যা এবং রক্ষণাবেক্ষণের অভাবে বাঁশ ও বেতঝাড় উজার হয়ে যাওয়ায় তারা চাহিদামতো বাঁশ ও বেতের আসবাবপত্র তৈরি করতে পারছেনা। এতে বাঁশ ও বেতশিল্পীরা দিনের পর দিন বেকার হয়ে পড়ছেন।
এঅবস্থায় অনেকেই পৈতৃক পেশা ছেড়ে দিয়ে অন্য পেশায় চলে যেতে বাধ্য হচ্ছেন বলেও তিনি জানান। তবে এখনও এদের মধ্যে ২/৪জন গ্রাম-গঞ্জ ঘুরে বাঁশ ও বেত সংগ্রহ করে আবার কেউবা দূর থেকে কিনে এনে পৈতৃক পেশায় নিয়োজিত রয়েছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148177