নিখোঁজের ৩ দিন পর পুকুর ভেসে উঠল যুবকের মরদেহ
ঢাকার ধামরাইয়ে নিখোঁজের তিন দিন পর হৃদয় হোসেন (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার (২৮ নভেম্বর) সকালে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত হৃদয় হোসেন ধামরাই পৌরসভার ৯নং ওয়ার্ডের ছোট চন্দ্রাইল এলাকার চান মিয়ার ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।
স্থানীয়রা জানান, গত তিন দিন ধরে হৃদয়ের কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ শুক্রবার সকালে একটি পুকুরে মরদেহ ভাসতে দেখলে পুলিশকে খবর দেন তারা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের শেষে মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে।
এ সময় ময়নাতদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148166