মুন্সীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার

মুন্সীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার

মুন্সীগঞ্জের গজারিয়ার হোগলাকান্দি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় শর্টগান ও একটি রামদা উদ্ধার করেছে র‍্যাব-১১।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে র‍্যাব-১১, সিপিএসসি নারায়ণগঞ্জের একটি চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

র‍্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত বুধবার গজারিয়ার চৌদ্দকাউনিয়া গ্রামে দুর্বৃত্তদের হামলায় জয় সরকার (২৫) নামের এক যুবক নিহত হন। ঘটনাটির পর থেকেই আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে হোগলাকান্দি এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি শর্টগান ও রামদাটি উদ্ধার করা হয়।

উদ্ধার অস্ত্রের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র‍্যাব-১১।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148128