কন্যাসন্তানের বাবা অভিনেতা নিলয় আলমগীর
বিনোদন ডেস্ক : কন্যাসন্তানের বাবা হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। নিউইয়র্কে নিলয় ও তাসনুভা তাবাসসুম হৃদির কোলজুড়ে জন্ম নেয় তাদের প্রথম সন্তান রুশদা মাইমানাহ।
মা হওয়ার খবর জানিয়ে নিলয় আলমগীরের স্ত্রী বলেন, আলহামদুলিল্লাহ, কন্যা সন্তানের মা হলাম। নাম রুশদা মাইমানাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
২০২১ সালের ৭ জুলাই বিয়ে করেন অভিনেতা নিলয় আলমগীর ও তাসনুভা তাবাসসুম হৃদি।
ফেসবুকে পরিচয় থেকে প্রেম, তারপর পারিবারিক আয়োজনে বিয়ে করেন তারা। হৃদির প্রথম বিয়ে হলেও এটি ছিল নিলয়ের দ্বিতীয় বিয়ে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148116