খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দুটি ফুলের তোড়া পাঠিয়েছেন পাকিস্তান প্রধানমন্ত্রী, উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় গুলশান চেয়ারপার্সন অফিসে ঢাকাস্থ পাকিস্তান দূতাবাসের কর্মকর্তা ফুলের তোড়া পৌঁছে দিয়েছেন। আনুষ্ঠানিকভাবে ফুল গ্রহণ করেন বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
দলীয় সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার দ্রুত সুস্থতা এবং তার মঙ্গল কামনা করেই পাকিস্তানের সরকারিভাবে এই শুভেচ্ছা জানানো হয়েছে, যা একটি রাজনৈতিক সৌজন্যতার দৃষ্টান্ত।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148115