বাগেরহাটে বিএনপির কার্যালয়ে আগুন
বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির স্থানীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোররাতে দুর্বৃত্তরা পেছন দিক দিয়ে পেট্রোল বা অন্য কোনো জ্বালানি ঢেলে আগুন দেয় বলে সন্দেহ করছে নেতাকর্মীরা।
বুধবার রাতে মিটিং শেষে সবাই বের হয়ে গেলে রাতে সুযোগ বুঝে এ ঘটনা ঘটানো হয়েছে বলে তাদের ধারণা। দিনের বেলায় বাইরে থেকে কিছু বোঝা না গেলেও সন্ধ্যায় অফিস খুলে ভেতরের সব পুড়ে যাওয়া অবস্থায় দেখতে পান তারা। আগুনে প্রায় ৫০টি চেয়ার, জিয়াউর রহমান ও তারেক রহমানের ছবি, এবং অন্যান্য আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে গেছে।
কাড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোল্লা আলমগীর হোসেন বলেন, “ভেতরের সবকিছু পুড়ে শেষ। এটা পরিকল্পিত ঘটনা। দায়ীদের শাস্তি চাই।”
সাধারণ সম্পাদক শেখ সাব্বির হোসেন বলেন, “আমাদের অফিসে আগেও হামলা ও অগ্নিকাণ্ড হয়েছে। আমরা নোংরা রাজনীতি চাই না। প্রশাসন ব্যবস্থা নিক।”
ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শেখ তানভীর জানান, “গোপনে আগুন দিয়েছে মনে হচ্ছে। দ্রুত দোষীদের গ্রেপ্তার করা হোক।”
বাগেরহাট মডেল থানার ওসি মো. মাহমুদুল হাসান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148114