যে কারণে ৭ দিন পিছিয়ে গেল বিপিএল
স্পোর্টস ডেস্ক : পিছিয়ে যাচ্ছে বিপিএলের সময়। ১৭ ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও তা এক সপ্তাহ পিছিয়ে করা হয়েছে ২৪ ডিসেম্বর। ১৯ ডিসেম্বর খেলা শুরু করার কথা থাকলেও তা পিছিয়ে নেওয়া হয়েছে ২৬ ডিসেম্বরে।
বিসিবি পরিচালক এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য শাখাওয়াত হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
শাখাওয়াত বলেছেন, ‘ব্যাট–প্যাডসহ ক্রিকেটের অনেক সরঞ্জাম কেনারও ব্যাপার থাকে। এসবের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলো যেন পর্যাপ্ত সময় পায়, সে জন্য আমরা এক সপ্তাহ বাড়তি সময় দিতে চেয়েছি।’
তবে ৩০ নভেম্বরই অনুষ্ঠিত হচ্ছে বিপিএলের প্লেয়ার্স অকশন বা নিলাম। ১৬৬ দেশি ক্রিকেটারের সাথে ২৫০ জন বিদেশি ক্রিকেটারকে নিলামে তোলা হবে। এর মধ্যে থেকে ৬ ফ্র্যাঞ্চাইজি টানতে পারবে নিজেদের পছন্দের ক্রিকেটারকে। প্রথম দুই আসরের পর এবার ১২তম আসরে এসে বিপিএলে ফিরছে নিলাম, প্রায় ১২ বছর পর।
এবার বিপিএলের খেলা শুরু হবে সিলেট থেকে, ২৩ জানুয়ারি মিরপুরে হবে ফাইনাল।