ব্যাডমিন্টনের নতুন সভাপতি ডন

ব্যাডমিন্টনের নতুন সভাপতি ডন

স্পোর্টস ডেস্কঃ ব্যাডমিন্টন ফেডারেশনের কমিটি সংশোধন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন সাবেক ক্রীড়াবিদ মো. হাবিব উল্লাহ ডন। গত ২৪ নভেম্বর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তাকে সভাপতি করে ১৯ সদস্যের কমিটি পুনর্গঠন করে। সাধারন সম্পাদক পদে রাসেল কবিরই রয়েছেন। আগের ঘোষিত অ্যাডহক কমিটির সভাপতি ছিলেণ সালাহউদ্দিন আলমগীর। কিন্তু দায়িত্ব পাওয়ার মাসখানেক পরেই তিনি ওই পদ থেকে পদত্যাগ করেন।

নবগঠিত কমিটির সভাপতি মো. হাবিব উল্লাহ ডন গত তিন দশক ধরে দেশের ক্রীড়াঙ্গনে সংগঠক এবং অনুরাগী হিসেবে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের গৌরবময় সময়ে ক্রিকেট কমিটির সহসভাপতি হিসেবে তিনি দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশ জিমন্যাস্টিক ফেডারেশন এবং ভলিবল ফেডারেশনের সহসভাপতির দায়িত্বের সময় হাবিব উল্লাহ ডন তৃণমূল পর্যায়ে খেলাধুলা বিস্তৃত করার কাজে নিবেদিত ছিলেন।

বহুদিন পর সত্যিকার পেশাদার ও ক্রীড়া ব্যক্তিত্বদের নিয়ে ফেডারেশন কমিটি গঠন করায় ব্যাডমিন্টন অঙ্গনের সংশ্লিষ্টরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। জেলা ও উপজেলা পর্যায়ে ব্যাডমিন্টন খেলাকে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় করার লক্ষ্যে অবকাঠামো তৈরিসহ নিয়মিত জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে বর্তমান কমিটি কার্যকর উদ্যোগ গ্রহণ করবে বলে আশাবাদী তারা।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148087