বড়াইগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু
বড়াইগ্রাম(নাটোর)প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় পানিতে ডুবে নাফিয়া খাতুন(৫) নামে এক শিশু মৃত্যুবরণ করেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নগর ইউনিয়নের তালশো গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নাফিয়া ওই গ্রামের নাজমুল ইসলামের একমাত্র মেয়ে।
স্থানীয়রা জানায়, দুপুরে শিশুটি বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল। এ সময় তার মা রান্নাবান্নার কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পরে তাকে দেখতে না পেয়ে তার মাসহ স্বজনেরা আশেপাশে খোঁজাখুঁজি শুরু করেন।
খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে পানিতে তার দেহ ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148081