বগুড়া এ্যাডভোকেটস বার সমিতির নির্বাচনের ভোট গ্রহণ  

বগুড়া এ্যাডভোকেটস বার সমিতির নির্বাচনের ভোট গ্রহণ  

কোর্ট রিপোর্টার :  ২৮ নভেম্বর শুক্রবার বগুড়া জেলা এ্যাডভোকেটস্ বার সমিতির ২০২৬ সালের কার্যকরী পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩টি পদের নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বার সমিতির গওহর আলী ভবনে সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ৮৭৯ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এই নির্বাচনে দুটি পুর্ণাঙ্গ প্যানেলের প্রার্থীসহ ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পুর্ণাঙ্গ দু’টি প্যানেল হলো-জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত রেজাউর রহমান-রফিকুল প্যানেল এবং বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত রিয়াজ-সিরাজুল প্যানেল। এছাড়াও সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন আহসান হাবিব সরকার ময়না।  

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত রেজাউর রহমান-রফিকুল প্যানেলের প্রার্থীরা হলেন-সভাপতি শেখ মো, রেজাউর রহমান, সহ-সভাপতির দু’টি পদে আতিকুল মাহবুব (সালাম) ও শাফি আহম্মেদ (মিঠু), সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম (১), যুগ্ম সম্পাদক পদে এনামুল হক (পান্না) ও জাকিউল আলম (সোহেল), লাইব্রেরি ও সমাজ কল্যাণ সম্পাদক পদে মৌসুমী আকতার, ম্যাগাজিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মিন্টু সরকার এবং কার্যকরী সদস্যের পাঁচটি পদের প্রার্থীরা হলেন আব্দুল্লাহেল কাফী (২), আল আমিন (রাসেল), এনামুল হক, ছালমা খাতুন ও জেসমিন আকতার (শিখা)। 

অপরদিকে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত রিয়াজ-সিরাজুল প্যানেলের প্রার্থীরা হলেন- সভাপতি রিয়াজ উদ্দিন, সহ-সভাপতির দু’টি পদে সাখাওয়াত হোসেন মল্লিক ও আব্দুস সালাম, সাধারণ সম্পাদক পদে সিরাজুল হক, যুগ্ম সম্পাদক পদে আবু বকর ছিদ্দিক (৩) ও নুরুল ইসলাম আকন্দ, লাইব্রেরি ও সমাজ কল্যাণ সম্পাদক পদে সাইফুদ্দীন (সাইফুল), ম্যাগাজিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শাফিকুর রহমান (শাফি) এবং কার্যকরী সদস্যের পাঁচটি পদের প্রার্থীরা হলেন-আতাউর রহমান সবুজ, জান্নাতুর রহমান, বাবুল রহমান, শহিদুল ইসলাম সরকার ও সাইফুল ইসলাম।

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148074