পঞ্চগড়ে সীমান্ত এলাকা থেকে ৪টি ভারতীয় গরু উদ্ধার  করেছে বিজিবি’র

পঞ্চগড়ে সীমান্ত এলাকা থেকে ৪টি ভারতীয় গরু উদ্ধার  করেছে বিজিবি’র

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৪টি ভারতীয় গরু উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার ভোরে জেলার বোদা উপজেলার কালিয়াগঞ্জ কাজলদিঘী ইউনিয়নের সীমান্তবর্তী লাহেরীপাড়া থেকে গরুগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। 

বিজিবি’র নীলফামারী-৫৬ ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী-৫৬ বিজিবির অধিনস্থ ধামেরঘাট বিওপির একটি টহল দল সীমান্ত বাংলাদেশের অভ্যন্তরে লাহেরীপাড়ায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪টি ভারতীয় গরু উদ্ধার করে। গরুগুলোর বাজারমূল্য প্রায় সাড়ে চার লাখ টাকা।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148063