আড়াল থেকে দলের পরিবেশ নষ্ট করার অভিযোগ বাটলারের

আড়াল থেকে দলের পরিবেশ নষ্ট করার অভিযোগ বাটলারের

স্পোর্টস ডেস্ক : মালয়েশিয়ার কাছে ১-০ গোলে হারের পর সংবাদ সম্মেলনে ক্ষোভ ঝরালেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার জেমস বাটলার। ম্যাচের দায় সম্পূর্ণ নিজের বলে মেনে নিলেও দলের ভেতরে-বাইরে ‘উস্কানি’ ও ‘অসহযোগিতা’ নিয়ে কঠোর মন্তব্য করেন তিনি।

জাতীয় স্টেডিয়ামে এক যুগ পর প্রতিযোগিতামূলক ম্যাচে নেমে প্রথমার্ধেই বিপরীত ধারার একটি গোল হজম করে ছন্দ হারায় বাংলাদেশ। শেষ পর্যন্ত সেই ব্যবধানই হার নির্ধারণ করে।

ম্যাচ শেষে বাটলার বলেন, “দল নির্বাচন থেকে ফল সব কিছুর দায় আমার। কিন্তু ক্যাম্পের ভেতরে-বাইরে কিছু মানুষের নেতিবাচক প্রভাব তরুণদের এগিয়ে আসা কঠিন করে তুলছে।”

গোল হজমের সময় রূপনা ও ডিফেন্ডারের ভুল বোঝাবুঝির কথা উল্লেখ করে তিনি জানান, এই অবস্থায়ও কাউকে আলাদা দোষ দিতে চান না। বাংলাদেশের সাম্প্রতিক ছন্দপতন সম্পর্কে তিনি আরও বলেন,
“বাইরের কিছু ব্যক্তি দলকে বিঘ্নিত করছে। যারা এসব জানেন, এখানে বসে থাকা কয়েকজন সাংবাদিকও জানেন।” বাটলার জানিয়ে দেন ফেডারেশন নতুন কোচ চাইলে তিনি আপত্তি করবেন না, প্রয়োজনে কালই ইংল্যান্ড ফিরে যেতে প্রস্তুত।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148006