বিপিএলের আসর মাতাতে আসছেন সাইম আইয়ুব
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন ১২তম আসরে খেলতে আসছেন পাকিস্তানি অলরাউন্ডার সাইম আইয়ুব। নিলামের আগেই তাকে সরাসরি দলে ভিড়িয়েছে নবাগত ফ্র্যাঞ্চাইজি সিলেট টাইটান্স। বুধবার (২৬ নভেম্বর) সামাজিক মাধ্যমে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে সিলেট টাইটান্স লিখেছে, ‘হ্যালো, সিলেট! সাইয়ুব আইয়ুব কল রিসিভি করেছে। আনুষ্ঠানিকভাবে টাইটান্স শক্তিশালী হলো।
এর আগে রংপুর রাইডার্স, দুর্দান্ত ঢাকার হয়ে বিপিএলে খেলেছেন সাইম আইয়ুব। এবার নতুন ঠিকানায় দেখা যাবে তাকে।
বিপিএল ছাড়াও সিপিএল, আবুধাবি টি-১০, কানাডার গ্লোবাল টি-টোয়েন্টির মতো ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলেছেন সাইম আইয়ুব। পাকিস্তানের হয়ে তিন ফরম্যাটেই। পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫৪ ম্যাচে ১৩৩.৬৯ স্ট্রাইক রেটে ১০১৬ রান করেছেন এই অলরাউন্ডার। বল হাতেও শিকার করেছেন ১৯ উইকেট।
বিপিএলের ১২তম আসরের নিলাম পেছানোর পর অবশেষে তা অনুষ্ঠিত হবে আগামী ৩০ নভেম্বর বিকেল তিনটায় রাজধানীর রেডিসন ব্লু হোটেলে। নিলামের আগে সরাসরি চুক্তিতে খেলোয়াড় দলে ভেড়ানোর কাজ শুরু করেছে ছয়টি ফ্র্যাঞ্চাইজি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148005