৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৮০৭ জন
৪৫তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় ১ হাজার ৮০৭ জন সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন। বুধবার রাত ১১টার দিকে এ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান।
নিয়োগ বিজ্ঞপ্তিতে থাকা ক্যাডার পদের চেয়ে ৫০২ জন কম চাকরি প্রার্থী উত্তীর্ণ হয়েছেন চূড়ান্ত ফলে। পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে ফলাফল। এ ফল প্রকাশের কয়েক ঘণ্টা আগে সন্ধ্যায় ৫০তম বিসিএসের আবেদন চেয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আর পরদিন ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে।
গত ৬ জুন ৪৫তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্টের ফলাফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হন ১২ হাজার ৭৮৯ জন। এর আগে গত ১৯ মে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
৪৫তম বিসিএসে আবেদন করেন তিন লাখ ৪৬ হাজার প্রার্থী।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148003