বগুড়া-৩ নির্বাচনি এলাকায় ধানের শীষের প্রার্থীর পক্ষে একাট্টা বিএনপি
হাফিজার রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৩ নির্বাচনি এলাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপি থেকে চারজন সম্ভাব্য প্রার্থী প্রচারণায় থাকলেও আদমদীঘি উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদারকে এই আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণা করে বিএনপি। এই ঘোষণার পর তার পক্ষে এই দুই উপজেলার বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে একাট্টা হয়ে প্রচার-প্রচারণা এবং গণসংযোগে নেমেছেন।
জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ নির্বাচনি এলাকায় বিএনপি থেকে দলীয় মনোনয়ন পেতে চার নেতা প্রচারণা চালান। তারা হলেন-আদমদীঘি উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদার, বগুড়া জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, বগুড়া শহর বিএনপি’র সভাপতি এড. হামিদুল হক চৌধুরী হিরু ও জেলা বিএনপি’র প্রবাসী কল্যাণ সম্পাদক আব্দুল মান্নান।
এদের মধ্যে হাইকমান্ড থেকে আব্দুল মহিত তালুকদারকে এই আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণা করা হয়। দলের এই নির্দেশনাকে শ্রদ্ধা জানিয়ে অপর তিন দলীয় মনোনয়ন প্রত্যাশী নিজেদের নামে প্রচারণা বন্ধ করে তাদের নেতাকর্মী নিয়ে আব্দুল মহিত তালুকদারের সাথে ধানের শীষের পক্ষে প্রচারণায় নেমে পড়েন। এ ব্যাপারে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ফজলুল বারী তালুকদার বেলাল বলেন, তিনি দলীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ধানের শীষের প্রার্থী আব্দুল মহিত তালুকদারের পক্ষে নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন।
অপর মনোনয়ন প্রত্যাশী এড. হামিদুল হক চৌধুরী হিরু বলেন, বগুড়ার মাটি বিএনপি’র ঘাঁটি। তিনি দলীয় হাইকমান্ডের সিদ্ধান্ত মেনে দলীয় নেতাকর্মীদের সাথে একাট্টা হয়ে আব্দুল মহিত তালুকাদারের ধানের শীষকে বিজয়ী করতে কাজ করে যাচ্ছেন।
জেলা বিএনপি’র সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন বলেন, বর্তমানে সকল মনোনয়ন প্রত্যাশী তাদের নিজেদের প্রচারণা বন্ধ করে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আব্দুল মহিত তালুকদারের পক্ষে প্রচারণা শুরু করেছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147995