জামায়াত ক্ষমতায় গেলে সন্ত্রাস দুর্নীতি ও ক্ষুধামুক্ত সমাজ উপহার দিবে : আবিদুর রহমান সোহেল
বগুড়া শহর জামায়াতের আমির ও বগুড়া-৬ (সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেছেন, আল্লাহর আইন ও সৎ লোকের শাসন পক্ষে আপনারা রায় দিলে পাঁচ বছরের মধ্যেই দেশকে সন্ত্রাস দুর্নীতি, ক্ষুধা ও দারিদ্রমুক্ত করে গড়ে তুলবো।
আল্লাহর আইন ও সৎ লোকের শাসন ছাড়া কোনদিন সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে না। স্বাধীনতার ৫৪ বছর অতিবাহিত হলেও কোন শাসন দেশকে একটি বৈষম্যহীন, দুর্নীতি, দুঃশাসন ও অপরাধমুক্ত করে গড়ে তুলতে পারেনি। সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় হবে আমাদের প্রধান কাজ।
তিনি আজ বুধবার (২৬ নভেম্বর) বিকেলে বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নের ঘোলাগাড়ীতে ইউনিয়ন জামায়াত আয়োজিত দাঁড়িপাল্লার পক্ষে গণসংযোগ ও পথসভায় এ কথাগুলো বলেন। ইউনিয়ন আমির মাওলানা সুলতান আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি দুলালের পরিচালনায় পথসভায় আর বক্তব্য রাখেন শহর দাওয়াহ ও শিক্ষা সম্পাদক ড. মাওলানা হেদায়েতুল ইসলাম, বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সহসভাপতি ইদ্রিস আলী, আহসান হাবিব সাকিল, বাদল, রায়হান আলী, ফরহাদ হোসেন, মাহফুজার রহমান, কনক প্রমুখ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147992