বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
স্টাফ রিপোর্টার : বগুড়ার কাহালুতে ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কায় নাফিউর রহমান (৩২) নামে একজন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় রঞ্জিত কুন্ডু নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
আহত কুন্ডু বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত নাফিউর আদমদিঘী উপজেলার সিহারি গ্রামের আবু তালেবের ছেলে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় কাহালু উপজেলার বিবিরপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় একটি ট্রাকের সাথে তাদের বহনকারী মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী ওই দুইজন গুরুতর আহত হন।
পরে ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করে দেন। সেখানে ভর্তির পর রাত সাড়ে ৮টার দিকে নাফিউর মারা যান।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147981