সিয়াম-জেবা’র নতুন নাটক ‘বন্ধন’

সিয়াম-জেবা’র নতুন নাটক ‘বন্ধন’

অভি মঈনুদ্দীনঃ এই সময়ের দর্শকপ্রিয় দুই অভিনয়শিল্পী সিয়াম মৃধা ও জেবা জান্নাত। তারা দু’জনই একসঙ্গে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। আবার মিউজিক ভিডিওতেও মডেল হিসেবে কাজ করেছেন। দেশ বিদেশে তাদেরও রয়েছে ভক্ত। তাদেরও অনুরোধ থাকে নতুন কাজের। সিয়াম-জেবা ভক্তদের জন্যই এরইমধ্যে ইউটিউবে প্রকাশ পেলো তাদের অভিনীত নতুন নাটক ‘বন্ধন’।

নাটকটি এরইমধ্যে বিটিভিতে প্রচারের পর বিটিভির ইউটিউব চ্যানেলেও প্রকাশিত হয়েছে। নাটকটি রচনা করেছেন নীহার আহমেদ, পরিচালনা করেছেন মনন আসাদ। নাটকটিতে সিয়াম মৃধা ও জেবা জান্নাত ছাড়া আরো অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, সালমা আক্তার শারমিন’সহ আরো অনেকে।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে সিয়াম মৃধা বলেন,‘ গল্পটা আমার কাছে খুবই ভালোলেগেছে। অভিনয় জীবনের শুরু থেকে অনেক স্যাটেলাইট চ্যানেলে প্রচারের জন্য নাটকে অভিনয় করেছি, ইউটিউবের জন্যও নাটকে অভিনয় করেছি। তবে বিটিভি’তে আমার নাটক প্রচারের বিষয়টি আমার কাছে সত্যিই অন্যরকম লেগেছে। এখনো যে দর্শক বিটিভি দেখেন তা এই নাটকটি প্রচারের পর বেশ ভালোভাবে অনুধাবন করলাম। সত্যিই বিটিভিতে নিজেকে দেখে পুরোনো দিনের কথা মনেপড়ে গেলো। নাটকে আমার সহশিল্পী হিসেবে আমার অত্যন্ত প্রিয় একজন অভিনেতা শাহেদ শরীফ ভাইকে পেয়েছি। তিনি ভীষণ অমায়িক একজন মানুষ। আমাকেও অনুপ্রেরণা দিয়েছেন আগামীতে আরো ভালোভাবে কাজ করার জন্য। আর জেবার সঙ্গে এর আগে বেশ কয়েকটি কাজ করেছি। সহশিল্পী হিসেবে ভীষণ সহযোগিতা পরায়ণ জেবা। বন্ধন-নাটকটি দর্শককে দেখার জন্য বিনীত অনুরোধ রইলো। আশা করছি সবারই ভালোলাগবে।’

এদিকে আগামী ৯ ও ১০ ডিসেম্বর ফরিদুল হাসানের ‘মহল্লা’ ধারাবাহিক নাটকের শুটিং-এ অংশ নিবেন সিয়াম মৃধা। সিয়াম মৃধা অভিনয়ে আগের চেয়ে বেশ নিজেকে বেশ পরিপক্ক করে তোলার চেষ্টা করছেন। সাম্প্রতিক সময়ে তার অভিনীত প্রচারে আসা নাটকগুলোই যেন তারই প্রমাণ।

এদিকে শিগগিরই প্রচারে আসছে সিয়াম মৃধা ও অলংকার চৌধুরী অভিনীত জয় আহমেদ পরিচালিত মিউজিক ভিডিও ‘সোনা বাবু’। সিয়াম ও জেবাকে সর্বশেষ ‘ছাইড়া যাবো না’ গানের মিউজিক ভিডিওতে দেখা গেছে। এই গানের মিউজিক ভিডিওতে সিয়াম ও জেবার অনবদ্য পারফর্ম্যান্সে মুগ্ধ হয়েছেন দর্শক। ‘ছাইড়া যাবো না’ গানটি গেয়েছেন কাজী শুভ ও কোনাল। গানটি লিখে্েযছন মনসুর সানী, সুর সঙ্গীত করেছেন আহমেদ সজীব।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147978