বগুড়ায় গোয়ালঘরে আগুন পুড়ে মারা গেছে ২টি গরু ও ছাগল

বগুড়ায় গোয়ালঘরে আগুন পুড়ে মারা গেছে ২টি গরু ও ছাগল

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের উপকন্ঠে ইসলামপুর হরিগাড়ী এলাকায় প্রবাসী আব্দুর রাজ্জাকের বাড়ির গোয়াল ঘরে আগুনে একটি গরু ও একটি ছাগল পুড়ে মারা গেছে। এছাড়া আরও একটি গরু পুড়ে দগ্ধ হয়েছে। 
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স বগুড়ার সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম জানান, গতকাল মঙ্গলবার গভীর রাতে ওই এলাকায় প্রবাসী আব্দুর রাজ্জাকের বাড়ির গোয়ালঘরে আগুন লাগে।

আগুনে গোয়ালঘর ভস্মিভুত হয়ে একটি গরু ও একটি ছাগল পুড়ে মারা যায়। এছাড়া অপর একটি গরু পুড়ে দগ্ধ হয়েছে। ঘটনাস্থলে ফায়ার কর্মীরা পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। আগুনে ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এছাড়া ফায়ার কর্মীরা ৩ লাখ টাকার মালামাল উদ্ধার করেছেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147976