মালয়েশিয়ার কাছে ১-০ গোলে হারল বাংলাদেশের মেয়েরা
ঢাকায় শুরু হওয়া ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশেরে মেয়েরা। বুধবার জাতীয় স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে মালয়েশিয়ার কাছে হেরে যায় তারা।
২৮ মিনিটে মালয়েশিয়ার আনসিয়া বিনতে গোল করেন। বাম দিকে বল পেয়েছিলেন এই মিডফিল্ডার। পোস্ট ছেড়ে বেড়িয়ে এসেছিলেন বাংলাদেশের গোলরক্ষক রূপনা চাকমা। আনসিয়াকে আটকানোর চেষ্টা করেও পারেননি ডিফেন্ডার কোহাতি কিসকু। বক্সের বাইরে থেকে ফাঁকা পোস্টে বল পাঠান মালয়েশিয়ান মিডফিল্ডার আনসিয়া।
এর আগে বাংলাদেশ এগিয়ে যাওয়ার মতো সুযোগ পেয়েছিল। ডান দিক থেকে শামসুন্নাহার জুনিয়রের ক্রমে ঋতুপর্ণা লাফিয়েও বল-মাথার সংযোগ ঘটাতে পারেননি।
এরপর আর কোনো দলই আর গোলের দেখা পায়নি। জয় নিয়ে মাঠ ছাড়ে মালয়েশিয়ার মেয়েরা। মালয়েশিয়া এর আগে ২০২২ সালে ঢাকায় এসে দুটি প্রীতি ম্যাচ খেলে একটি ৬-০ গোলে হেরেছিল এবং একটি গোলশূন্য ড্র করেছিল।
২০২৬ সালের মার্চে অস্ট্রেলিয়ায় বসতে যাচ্ছে উইমেন্স এশিয়ান কাপের আসর। প্রথমবারের মতো সেই টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ। তারই প্রস্তুতি হিসেবে মালয়েশিয়া ও আজারবাইজানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের আয়োজন করেছে বাফুফে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147974