গাইবান্ধার গোবিন্দগঞ্জে সুদের টাকার লাভ না দেওয়ায় আটকে রেখে নির্যাতন, গ্রেফতার ১

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সুদের টাকার লাভ না দেওয়ায় আটকে রেখে নির্যাতন, গ্রেফতার ১

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : ভাই আমি গরিব মানুষ। আমি আর টাকা দিতে পারবো না, আপনার দু’পায়ে ধরে বলছি আমারে মাফ কইরা দেন। লাভসহ সুদের টাকা পরিশোধ করার পরও দাদন ব্যবসায়ী বেলাল শেখের (৪৪) চাপিয়ে দেওয়া লাভের অতিরিক্ত ৫০ হাজার টাকা দিতে না পেরে এভাবেই আকুতি মিনতি করেন আজাদুল ইসলাম (৪৫)।

তিনি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের নাচাই কোচাই গ্রামের বাসিন্দা মৃত আবুল কাসেমের ছেলে। গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ির পার্শ্ববর্তী ফুটানি বাজারে আজাদুল ইসলাম চা খেতে এলে বেলাল শেখ জোরপূর্বক তার অফিসে আটকে রাখে। সেখানে তার ছেলে ও মেয়ে জামাইকে সাথে নিয়ে ভয়ভীতি দেখিয়ে আজাদুলের পকেটে থাকা ১২ হাজার ৫শ’ টাকা বের করে নেয়। এসময় বাজারে থাকা লোকজন বেলালসহ তার ছেলে ও জামাইকে বাঁধা দিলে তারা ক্ষিপ্ত হয়।

পরে ৯৯৯ এ কল করলে পুলিশ এসে আজাদুলকে উদ্ধার করে। পরে ঘটনাস্থল থেকে দাদন ব্যবসায়ী বেলাল শেখকে আটক করে। এসময় তার ছেলে ও মেয়ে জামাই পালিয়ে যায়। এ ঘটনায় গত মঙ্গলবার ভুক্তভোগী আজাদুল ইসলাম বাদি হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে।

ভুক্তভোগী ও মামলা সূত্রে জানা গেছে, বেলাল শেখ একজন পেশাদার দাদন ব্যবসায়ী। প্রায় এক বৎসর আগে আজাদুল তার কাছে থেকে এক লাখ টাকায় মাসিক পনেরো হাজার টাকা চুক্তিতে সুদের ওপর গ্রহণ করে। আজাদুল টাকা নেওয়ার সময় অভিযুক্ত বেলাল ৩টি অলিখিত স্ট্যাম্পে তার ও তার স্ত্রী আছুদা বেগমের স্বাক্ষর নেয়। টাকা নেওয়ার পর থেকে প্রতি মাসে নিয়মিত সুদের টাকা প্রদান করে। গত দুই মাস পূর্বে সে দাদন ব্যবসায়ীকে সুদ-আসলসহ সমস্ত টাকা পরিশোধ করে।

এরপর ভুক্তভোগী আজাদুল তার কাছ থেকে স্ট্যাম্পগুলো ফেরত চাইলে তা দিতে বেলাল শেখ অস্বীকার করে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে এক দাদন ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147956