বাগেরহাটে কার্তুজসহ জাল টাকা উদ্ধার
বাগেরহাটে কার্তুজসহ জাল টাকা উদ্ধার করা হয়েছে। শরণখোলায় কোস্টগার্ড ও থানা পুলিশ যৌথভাবে উপজেলা পূর্ব খাদা গ্রামের বাসিন্দা বাদশা তালুকদারের ছেলে সোহেল তালুকদার (৩৮) ও ফজলু তালুকদারের ছেলে আসাদ তালুকদারের (৩২) বাসায় অভিযান চালায়। এসময় ৩টি তাজা কার্তুজ, ৪৩ হাজার জাল টাকা, ৪টি বাটন মোবাইল ফোন, ১টি হাতুড়ি সহ দেশী অস্ত্র উদ্ধার করে।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে পুলিশ ও কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে লোকজন পালিয়ে যায়। পরে তল্লাশী চালিয়ে ৩টি তাজা কার্তুজ, ৪৩ হাজার জাল টাকা, ৪টি বাটন মোবাইল ফোন, ১টি হাতুড়ি সহ দেশী অস্ত্র উদ্ধার করে আইন-শৃঙ্খলা বাহিনী। পরে উদ্ধারকৃত গোলাবারুদ ও মালামাল শরণখোলা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন কোষ্টগার্ড।
শরণখোলা থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল্লাহ বলেন, রাতে উদ্ধারকৃত কার্তুজ ও জাল টাকা, দেশী অস্ত্র সহ মালামাল বুঝে পেয়েছেন এবং এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।
কোস্টগার্ডের মোংলা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসির ইবনে মামুন বলেন, নির্বাচনকে সামনে রেখে দেশকে সন্ত্রাসমুক্ত ও শান্তিপূর্ণ রাখতে বাংলাদেশের কোস্টগার্ডের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147950