সিরাজগঞ্জের কাজিপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুরে গতকাল মঙ্গলবার রাতে সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। নিহত ওই শিক্ষকের নাম তৌহিদুল ইসলাম সম্র্রাট (৩১)। তিনি উপজেলার চরভানুডাঙ্গা গ্রামের শাহজাহান আলীর ছেলে। সম্রাট হাটশিরা লক্ষীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের গণিতের শিক্ষক ছিলেন। এই ঘটনায় আজ বুধবার (২৬ নভেম্বর) সকালে কাজিপুর থানা পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
পুলিশ এবং এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে নিজ বাড়ি থেকে উপজেলার আলমপুর চৌরাস্তায় মোটরসাইকেল চালিয়ে যান শিক্ষক তৌহিদুল ইসলাম সম্রাট। এরপর আলমপুর চৌরাস্তা প্রাণিসম্পদ অফিসের সামনে রাস্তার পাশে মোটরসাইকেল থামিয়ে বসেছিলেন তিনি। এসময় একটি সিএনজি অটোরিকশা তাকে পিছন থেকে সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তার ওপর পড়ে গিয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে নিহতের স্বজনেরা খবর পেয়ে আহত তৌহিদুল ইসলাম সম্রাটকে উন্নত চিকিৎসার জন্য রাতেই বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এসময় গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কাজিপুর থানা পুলিশ দুর্ঘটনা কবলিত সিএনজিটি উদ্ধার করেছে।
ওই সিএনজি চালকের নাম ফারুক শেখ (৪১)। তিনি সদর থানার বনবাড়িয়া দিঘলকান্দি গ্রামের মৃত সানাউল্লাহ শেখের ছেলে।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, নিহতের পরিবার এখনও মামলা করেনি। সিএনজি চালককে আটককে চেষ্টা চলছে।