যশোর সার্কিট হাউস থেকে ভুয়া অতিরিক্ত সচিব আটক

যশোর সার্কিট হাউস থেকে ভুয়া অতিরিক্ত সচিব আটক

যশোর সার্কিট হাউজ থেকে ভুয়া অতিরিক্ত সচিব আব্দুস সালামকে আটক করে পুলিশে দিয়েছে জেলা প্রশাসন। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে তাকে আটক করে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশে সোপর্দ করা হয়।

জানা গেছে, আটক আব্দুস সালাম (৬৭) মনিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের এহালানচি গ্রামের মৃত এলাহী বক্স গাজীর ছেলে। তিনি গত তিন মাসে তিনবার যশোর সার্কিট হাউজে এসে কখনও রংপুরের জেলা প্রশাসক, কখনও বিভিন্ন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে পরিচয় দিতেন। সার্কিট হাউজে ওঠা থেকে শুরু করে যশোর রেলস্টেশন থেকে সরকারি গাড়ি ব্যবহারের চেষ্টাও করতেন তিনি।

যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মাসুম বিল্লাহ জানান, আব্দুস সালামের আচরণ ও পরিচয় সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করে নিশ্চিত হন তিনি ভুয়া অতিরিক্ত সচিব। পরে তাকে পুলিশে দেওয়া হয়। এ সময় যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম শাহীন, ভারপ্রাপ্ত জোনাল সেটেলমেন্ট অফিসার জাকির হোসেন ও এনডিসি রেজওয়ান সরদার উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147935