চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কীটনাশকপানে কলেজছাত্রীর আত্মহত্যা
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কীটনাশক পানে মিম (২০) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে। গতকাল মঙ্গলবার উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দীঘা গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মামুন অর রশিদের মেয়ে এবং রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্রী।
গতকাল মঙ্গলবার সকালে সে বাড়িতে কীটনাশক পান করলে প্রথমে তাকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে রামেক হাসপাতালে স্থানান্তর করলে পথে সে মারা যায়। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফরিদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ দাফনের প্রক্রিয়া চলছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147933