বিধ্বস্ত গাজায় শীতের সঙ্গে বৃষ্টিতে বিপর্যস্ত ফিলিস্তিনিরা

বিধ্বস্ত গাজায় শীতের সঙ্গে বৃষ্টিতে বিপর্যস্ত ফিলিস্তিনিরা

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের হামলায় বিপর্যস্ত গাজায় এখন শীত ও বৃষ্টি নতুন সংকট নিয়ে এসেছে। একে তো খাদ্য সংকট তাদের পিছু ছাড়ছে না, সেই সঙ্গে প্রাকৃতিক দুর্যোগ অসহনীয় করে তুলেছে বাসিন্দাদের জীবন। ঘরবাড়ি বিধ্বস্ত, চারদিকে তাঁবুতে লাখ লাখ মানুষের বসবাস এক অবর্ণনীয় ভোগান্তি সৃষ্টি করেছে। বৃষ্টিতে তাঁবুগুলো প্লাবিত হয়েছে। নারী-শিশু-বৃদ্ধরা চরম দুর্দশায় পড়েছেন। 

মঙ্গলবার গাজা উপত্যকায় ভারী বৃষ্টিপাতের ফলে বাস্তুচ্যুতদের তাঁবুগুলো তলিয়ে যায়। ইসরায়েলি আগ্রাসনে কষ্টের সঙ্গে লড়াই করা ফিলিস্তিনিদের দুর্দশা এ বৃষ্টি আরও তীব্র করে তুলেছে। মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার জন্য জাতিসংঘের উপবিশেষ সমন্বয়কারী রামিজ আলাকবারভ সতর্ক করেন, ১৭ লাখের বেশি মানুষ এখনও বাস্তুচ্যুত রয়েছে। অনেকেই আশ্রয়কেন্দ্রে আটকে আছে, যেখানে পানি, খাদ্য এবং চিকিৎসাসেবা সীমিত। শীতকালে ঠান্ডা নিবারণের জিনিসপত্র নেই।   

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, খান ইউনিসের আল-মাওয়াসি এলাকার মুষলধারে বৃষ্টিপাতের ফলে ক্যাম্পগুলো কাদা ও পানির খাদে পরিণত হয়েছে। ফলে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বন্যার পানি অনেক তাঁবুতে ঢুকে পড়েছে। জীবনের পাশাপাশি জিনিসপত্রের জন্যও ঝুঁকি তৈরি হয়েছে। কম্বল ও শীতের পোশাকের তীব্র ঘাটতি রয়েছে। তাপমাত্রা গরম করার সরঞ্জামও নেই। ঠান্ডা আবহাওয়া শিশু এবং বয়স্কদের দুর্দশা আরও বাড়িয়ে তুলেছে। যুদ্ধবিরতি চুক্তিতে তিন লাখ তাঁবু এবং গৃহাস্থলির জিনিসপত্র প্রবেশের অনুমতি দিচ্ছে না ইসরায়েল। প্রতিদিন ৬০০ ট্রাকের স্থলে মাত্র ২০০ ট্রাক ত্রাণ পাচ্ছে গাজা। 

এদিকে ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় গাজায় যুদ্ধবিরতি থাকবে কিনা, তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। রয়টার্স জানায়, সোমবারও গাজায় ইসরায়েলি বাহিনীর সৃষ্ট তথাকথিত হলুদ রেখার কাছে তিন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে হামলায় কমপক্ষে ৩৪২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। প্রায় ৫০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। 

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147909