ভারতকে হোয়াইটওয়াশ করে লজ্জায় ডুবাল দক্ষিণ আফ্রিকা

ভারতকে হোয়াইটওয়াশ করে লজ্জায় ডুবাল দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা ভারতকে তাদেরই মাটিতে হোয়াইটওয়াশ করল, তাও আবার ২৫ বছর পর। ২০০০ সালে হ্যান্সি ক্রনিয়ের অধীনে একবার ভারতকে ধবলধোলাই করেছিলো প্রোটিয়ারা। টেস্ট ইতিহাসে দ্বিতীয়বার ভারতকে তাদের মাঠে হোয়াইটওয়াশ করা প্রোটিয়ারা গুয়াহাটি টেস্ট জিতেছে ৪০৮ রানের রেকর্ড ব্যবধানে।

২ উইকেটে ২৭ রান নিয়ে খেলতে নামা ভারত পঞ্চম দিনে লাঞ্চ পর্যন্তও টিকতে পারেনি। কেশব মহারাজ ও সাইমন হার্মারের ঘূর্ণিতে ১৪০ রানে গুটিয়ে গেছে ভারতের ইনিংস। পঞ্চম দিনের শুরু থেকেই উইকেট হারাতে থাকে ভারত। গত দিনে নাইটওয়াচম্যান হিসেবে নামা কুলদিপ বেশিক্ষণ টিকতে পারেননি। হার্মারের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। এরপর জুরেলও সেই হার্মারের বলেই আউট হয়েছেন। এরপর রিশভ পন্ত নেমে হালকা ঝড় শুরু করলেও তাকেও তুলে নেন হার্মার। মাঝে জাদেজার ৫৪ রানের ইনিংস ভারতের হারের ব্যবধান কমিয়েছে মাত্র। শেষ পর্যন্ত ভারতের ৬ ব্যাটারকে তুলে নেন হার্মার। দুই উইকেট পান মহারাজ। একটি করে উইকেট পান মুতুসামি ও ইয়ানসেন। দুই ইনিংসে হার্মার পেয়েছেন ৯ উইকেট এবং ইয়ানসেন ৭ উইকেট।

গুয়াহাটি টেস্টের প্রথম ইনিংসে ৪৮৯ রানের বিশাল পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা। জবাবে ভারত মাত্র ২০১ রানেই গুটিয়ে যায়। ভারত ফলো অনে পড়লেও তা না করে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে প্রোটিয়ারা। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২৬০ রান করে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। তাতে ভারতের লক্ষ্য দাঁড়ায় অবিশ্বাস্য ৫৪৯ রানের। তবে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪০ রানই করতে পারে তারা। এদিকে গুয়াহাটিতে ৯টি ক্যাচ নিয়ে মার্করামের গড়েছেন বিশ্ব রেকর্ড। টেস্টে এক ম্যাচে ফিল্ডার হিসেবে সর্বোচ্চ ক্যাচ নেয়ার এটি বিশ্ব রেকর্ড। ২০১৫ সালে গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে একাই ৮টি ক্যাচ নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন ভারতের আজিঙ্কা রাহানে। মার্করাম আজ রাহানেকে পেছনে ফেললেন।

টেস্টে এক ম্যাচ ফিল্ডার হিসেবে ৭টি ক্যাচ নিয়েছেন ছয়জন। এই তালিকায় ভারত ও অস্ট্রেলিয়ার আছেন দুজন করে। একজন করে আছেন নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147908