হাসিনা-জয়-পুতুলের প্লট দুর্নীতি মামলার রায় বৃহস্পতিবার

হাসিনা-জয়-পুতুলের প্লট দুর্নীতি মামলার রায় বৃহস্পতিবার

ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ২৩ জনের বিরুদ্ধে দুদক’র করা পৃথক তিন মামলার রায় আগামীকাল বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

এর মধ্য দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এই প্রথম কোনো মামলার রায় ঘোষণা হতে চলেছে। আগামীকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালত এ রায় ঘোষণা করবেন। এর আগে গত ২৩ নভেম্বর এসব মামলায় রায় ঘোষণার জন্য ওই দিন ধার্য করেন আদালত। তবে এসব মামলায় শেখ হাসিনাসহ ২২ আসামির পলাতক থাকায় তাদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন হয়নি। একই সাথে আত্মপক্ষ শুনানিতে নিজের নির্দোষ দাবি করতে পারেননি তারা।

এ বিষয়ে দুদকের কৌঁসুলি খান মো. মাইনুল হাসান (লিপন) বলেন, শেখ হাসিনাসহ ২৩ আসামির সর্বোচ্চ সাজা যাবজ্জীবন প্রত্যাশা করছি আমরা। আশা করছি, আদালত থেকে সর্বোচ্চ সাজাই আসবে। 

আদালত সূত্রে জানা যায়, প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে চলতি বছরের জানুয়ারি মাসে পৃথক ৬টি মামলা করে দুদক। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং বোন শেখ রেহানা, তার মেয়ে টিউলিপ রিজওয়ান সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও অপর মেয়ে আজমিনা সিদ্দিকসহ আরো অনেককে আসামি করা হয়।

গত ৩১ জুলাই ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন তিন মামলায় শেখ হাসিনাসহ সব আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এসব মামলায় বিচার চলাকালে চার মাসে সাক্ষ্য দেন ৯১ জন। তবে সাক্ষগ্রহণের শেষ পর্যায়ে এসে আদালতে আত্মসমর্পণ করেন রাজউক কর্মকর্তা খুরশিদ আলম। এরপর তিন মামলায় সাক্ষ্য দেওয়া সব সাক্ষীকে রিকল করে জেরা করেন তার আইনজীবী মো. শাহিনুর ইসলাম। এরপর গত ২৩ নভেম্বর তারিখে আত্মপক্ষ সমর্থনে খুরশীদ আলম নিজেকে নির্দোষ দাবি করলেও পলাতাক থাকায় এ সুযোগ পাননি হাসিনা-জয়-পুতুলসহ ২৩ আসামি। এরপর ২৩ নভেম্বর দুদক ও আসামিপক্ষের আইনজীবীর যুক্তিতর্ক শেষে ২৭ নভেম্বর রায়ে দিন ধার্য করেন বিচারক।

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147900