কড়াইল বস্তিতে আগুনে পুড়ল ১৫০০ ঘর-বাড়ি

কড়াইল বস্তিতে আগুনে পুড়ল ১৫০০ ঘর-বাড়ি

ফায়ার সার্ভিস ও পুলিশের তথ্যমতে কড়াইল বস্তিতে আগুনে পুড়েছে প্রায় ১৫০০ ঘর-বাড়ি। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থলে সাংবাদিকদের ব্রিফ করেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, বস্তিতে বিভিন্নভাবে কথা বলে আমরা জনাতে পেরেছি আনুমানিক ১৫০০ ঘর-বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে তদন্তে জানা যাবে আসলে কয়টি ঘর-বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।

তিনি আরও বলেন, আগুন লাগার ৩৫ মিনিট পর ঘটনাস্থলে এসে পৌঁছায় তিনটি স্টেশনের ফায়ার সার্ভিসের ইউনিট। কারণ সড়কে অনেক যানজট ছিল। এরপরে আরও ইউনিট এলেও বড় গাড়িগুলো ঢুকতে পারেনি সরু রাস্তার কারণে। অনেক সীমাবদ্ধতার কারণে কাজ করতে হয়েছে। তবে এখানে পৌঁছানোর আগেই আগুন ডেভলপ স্টেজে চলে যায়। এ কারণে একটু সময় লেগেছে আগুন নিয়ন্ত্রণে।

ঢাকায় যানজটকে বড় বাধা উল্লেখ করে তিনি আরও বলেন, তিন-চারটি স্টেশন থেকে ইউনিট পাঠানো হলেও যানজটের কারণে দেরি হয়েছে। ফায়ার সার্ভিসের গাড়ি আসার পরও দূর থেকে পাইপ টেনে কাজ করতে হয়েছে। আগুন নেভানোর সময় যত্রতত্র বিদ্যুতের তার, ঘরে ঘরে গ্যাস সিলিন্ডার দেখতে পেয়েছি। আগুনের উৎস তদন্তে জানা যাবে।

হতাহতের বিষয়ে তিনি বলেন, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর নেই। ছোটখাটো আহত কেউ থাকতে পারে, পরে জানা যাবে। কত টাকার ক্ষতি হয়েছে, তদন্ত শেষে সব জানা যাবে।

প্রতি বছর কড়াইল বস্তিতে আগুন লাগার প্রসঙ্গে সংবাদিকদের প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, প্রতি বছর এখানে মহড়া করা হয়। দুর্বল জায়গাগুলো চিহ্নিত করা হয়। কয়েকদিন আগেই মহড়া শেষ হওয়ায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। না হলে হয়তো আরও দুই-তিন ঘণ্টা সময় লাগতে পারত।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147878