চট্টগ্রামের কালুরঘাটে গুদামে আগুন

চট্টগ্রামের কালুরঘাটে গুদামে আগুন

চট্টগ্রাম নগরের কালুরঘাট বিসিক শিল্প এলাকায় প্যানমার্ক নামে একটি কারখানার গুদামে আগুন লেগেছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ৯টা ৩৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। রাত ১২টার দিকে বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ পরিচালক মো. জসিম উদ্দিন জানিয়েছেন, আগুন লাগার খবর পেয়ে কালুরঘাট ও চন্দনপুরা ফায়ার স্টেশন থেকে চারটি ইউনিট অগ্নিনির্বাপণ কাজ করছে। এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে।

এ ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147876