ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চুরির অভিযোগে মামলা
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও পৌর শহরের ফকিরপাড়া থেকে মোটরসাইকেল চুরির অভিযোগে মামলা দায়ের করা হয়। গতকাল সোমবার পৌর শহরের ফকিরপাড়া মহল্লার মো: সাইফুল্লাহ বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, গত শুক্রবার মামলার বাদি সাইফুল্লাহ নিজ সুজুকি জিকসার এসএফ ১৫৫ সিসি মোটরসাইকেলটি নিজ বাসার নিচে রেখে ভেতরে যান। কিছুক্ষণ পরে বের হয়ে দেখেন চোরেরা তার মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়।
মোটরসাইকেলটির মূল্য ৩ লাখ ২০ হাজার টাকা বলে মামলায় উল্লেখ করা হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মোটরসাইকেলটির সন্ধান পাওয়া যায়নি বলে জানান মো: সাইফুল্লাহ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147864