রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গীকার ছাড়া নদী বাঁচানো সম্ভব নয় : অধ্যাপক আনোয়ার সাদত

রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গীকার ছাড়া নদী বাঁচানো সম্ভব নয় : অধ্যাপক আনোয়ার সাদত

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন এর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মো. আনোয়ার সাদত বলেছেন, সারা দেশের নদীগুলো দখল ও দূষণের কারণে অস্তিত্ব সংকটে রয়েছে। রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গীকার ছাড়া নদী বাঁচানো সম্ভব নয়।

নদী রক্ষায় এখন জাতীয় নিরাপত্তার অংশ হওয়া উচিত। নদী বাঁচলে কৃষি বাঁচবে, প্রকৃতি বাঁচবে, দেশ বাঁচবে। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ঐতিহাসিক তেঁতুলতলায় পঞ্চগড় জেলা শাখার আয়োজনে ‘নদী রক্ষায় নাগরিক সমাবেশ’ ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সভাপতি এ.কে.এম. ফজলে নূর বাচ্চু এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- দিনাজপুর জেলার সভাপতি যাদব চন্দ্র রায়, রংপুর জেলার মো. নাসির উদ্দিন রাসেল, ঠাকুরগাঁও জেলার সভাপতি ফারজানা আক্তার পাখি, নীলফামারী জেলার সভাপতি মো. আব্দুর রউফ, পঞ্চগড় জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সহ-সভাপতি ড. মো: আনোয়ার হোসেন।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের  তেঁতুলিয়া শাখার সভাপতি মো. জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মঞ্জুর আলম সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক আহনাফ সিটিআই এর পরিচালক সাংবাদিক এম.এ বাসেত ও পরিবেশ পদকপ্রাপ্ত মামুনুল ইসলাম প্রমুখ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147859