রংপুরের হারাগাছায় জুয়ার সরঞ্জামসহ গ্রেফতার ৮
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় টাকার বিনিময়ে জুয়া খেলার সময় জুয়ার সরঞ্জামসহ ৮জনকে গ্রেফতার করেছে আরপিএমপি হারাগাছ থানা পুলিশ। গতকাল মঙ্গলবার আটজনকেই রংপুর মেট্রোপলিটন নন এফআইআর প্রসিকিউশন ধারায় মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠায় পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলার সারাই ইউনিয়নের কাচু আলুটারী গ্রামের আবেদ আলী (৪৫), আশরাফুল ইসলাম (৩৫), মাছহাড়ী গ্রামের আজিজ(৪০), সিরাজুল ইসলাম(৫৪), আহসানুল ইসলাম (৩৭) ও রংপুর মহানগরের নাচনিয়া পল্লী এলাকার শামীম (৩৫), শাহ আলম (২৩), মশিয়ার (২৭)।
রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের টিম গতকাল সোমবার দিনগত রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে হারাগাছ থানাধীন মাছহাড়ী মানাস নদীর পাড় ও কাঁচু আলুটারী এলাকা থেকে টাকার বিনিময়ে জুয়া খেলার সময় হাতে নাতে ৮ জন জুয়াড়িকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ১০৪টি তাস ও ১২৮০ টাকা উদ্ধার করা হয়। আটক আটজনকেই গতকাল মঙ্গলবার রংপুর মহানগরী পুলিশ আইনের ৯০ধারায় নন এফআইআর প্রসিকিউশন পৃথক দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147856