রাজশাহীতে ভরাট পুকুর পুনঃখনন করালেন বিভাগীয় কমিশনার

রাজশাহীতে ভরাট পুকুর পুনঃখনন করালেন বিভাগীয় কমিশনার

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী নগরীর ভরাট হয়ে যাওয়া একটি পুকুর পুনঃখনন শুরু করেছে প্রশাসন। নগরীর মোল্লাপাড়া মৌজায় ৬৩ শতাংশ আয়তনের এ পুকুর কয়েকদিন ধরে ভরাট করছিল একটি অসাধু চক্র। খবর পেয়ে আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে প্রশাসনের কর্মকর্তারা অভিযান চালান। এসময় পুকুর ভরাটের সাথে জড়িতরা পালিয়ে যান।

অভিযানে গিয়ে রাজশাহী বিভাগীয় কমিশনার. আ.ন.ম বজলুর রশীদ বলেন, সিটি কর্পোরেশন এলাকায় পুকুর ভরাট নিষিদ্ধ হলেও যারা এই কাজটি করছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পুনঃখননের খরচ পুকুর খেকোদের কাছ থেকে আদায় করা হবে।

খোঁজ নিয়ে জানা যায়, খায়রুল ইসলাম খোকন ও মাহমুদুল হাসান নামে দুই ব্যক্তি পুকুরটির মালিক। সম্প্রতি পুকুর ভরাট শুরু করেন রাজনৈতিক দলের নেতারা। স্থানীয়রা বিষয়টি গত শুক্রবার বোয়ালিয়া থানার সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেনকে অবহিত করেন। এরপর তিনি গিয়ে সবাইকে সতর্ক করে আসেন। তারপরও গত শনিবার থেকে পুরোদমে ভরাট কাজ চলতে থাকে। এ অবস্থায় স্থানীয়রা বিষয়টি বিভাগীয় কমিশনারকে অবহিত করেন। 
অভিযানে উপস্থিত ছিলেন- রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার, পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক তাছমিনা খাতুন, সহকারী পরিচালক কবির হোসেন, রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) নগর পরিকল্পক রাহেনুল ইসলাম রনী, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মহিনুল হাসান, পবা উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ, রাজশাহীর বোয়ালিয়া থানার সহকারী কমিশনার(ভূমি) আরিফ হোসেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার এসএম রকিবুল হাসান

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147854