ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্যসহ যুবক গ্রেফতার
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের পোকাতীতে ১০পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ মো: হাশেম আলী(২৩) নামে এক যুবককে গ্রেফতার করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, ওই দিন গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের একটি টিম সদর উপজেলার নারগুন ইউনিয়নের পোকাতী গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ওই গ্রামের মো: নুরুল হকের ছেলে মো: হাসেম আলীকে(২৩) ১০পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
এ ব্যাপারে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো: শাকিলার রহমান বাদি হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147853