উপস্থাপিকা ও সম্প্রচার সাংবাদিক হিসেবে সমাদৃত তানিয়া
অভি মঈনুদ্দীন ঃ একজন উপস্থাপিকা ও সম্প্রচার সাংবাদিক (ব্রডকাস্ট জার্নালিস্ট) হিসেবেই দেশ বিদেশে তানিয়া আফরিনের পরিচিতি। বাংলাদেশে এই সময়ে যে কয়েকজন খ্যাতিমান উপস্থাপিকা ও সম্প্রচার সাংবাদিক রয়েছেন তারমধ্যে অন্যতম একজন হলেন তানিয়া আফরিন।
শুধু যে টেলিভিশনেই তিনি তার পেশাগত দায়িত্ব পালন করেন এমনটি নয়। টেলিভিশন চ্যানেলে বাইরেও তিনি বছরজুড়ে নানান ধরনের উৎসবকে ঘিরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থাপনা করে দর্শকের কাছে বেশ সমাদৃত হয়েছেন তানিয়া আফরিন। স্টেজ শো’তে তার উপস্থাপনা শুরু আজ থেকে এক যুগেরও বেশি সময় আগে। ক্যামেরার নেপথ্যে থেকে দীর্ঘদিন কাজ করেছেন চ্যানেল আইতেও।
তবে ২০১৭ সাল থেকে তিনি অনস্ক্রিণে চলে আসেন। সে বছর থেকে বিজয় টিভি’র নারীদের সফলতা বিষয়ক অনুষ্ঠান ‘নারীর সফলতা’ অনুষ্ঠানের উপস্থাপন করার পাশাপাশি সম্প্রচার সাংবাদিক (সংবাদ পাঠিকা) হিসেবেও কাজ করতেন। প্রায় দু’বছর এই চ্যানেলে কাজ করার পর ২০১৮-এর শেষপ্রান্তে তিনি যোগ দেন গাজী টিভিতে। করোনার পরপরই তিনি যোগ দেন দীপ্ত টিভিতে। এই চ্যানেলেও উপস্থাপনা ও সম্প্রচার সাংবাদিক হিসেবে কাজ করতেন তিনি।
দীপ্ত টিভি’তে প্রচারিত ‘আমার মন্ত্রী আমার এমপি’ অনুষ্ঠানটি তারই উপস্থাপনায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলো। পাশাপাশি চ্যানেল নাইনেও পেশাগত দায়িত্ব পালন করেছেন তিনি বিভিন্ন উৎসবে বিশেষ বিশেষ অনুষ্ঠানে।
২০২১ সাল থেকে বিটিভিতে প্রচারিত ‘ফিফটি পার্সেন্ট’ (নারীদের নিয়ে অনুষ্ঠান) অনুষ্ঠানের উপস্থাপনা করেও দর্শকের দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছেন। এটিএন বাংলায় প্রচারিত দর্শকপ্রিয় অনুষ্ঠান ‘অপরাজিতা’র উপস্থাপনা করছেন বিগত প্রায় এক বছরেরও বেশি সময় ধরে। এরইমধ্যে তানিয়া আফরিনের উপস্থাপনায় বিটিভিতে প্রচার শুরু হয়েছে ফোক গানের অনুষ্ঠান ‘মন ছুঁয়ে যায়’।
এরইমধ্যে বেশ কয়েকটি পর্ব প্রচারও হয়েছে আবার বেশকিছু পর্বের রেকর্ডিংও সম্পন্ন হয়েছে বলে জানান তানিয়া আফরিন। রাজধানীর বংশালের মেয়ে তানিয়া আফরিনের বাবা মোঃ সামছুল হক, মা রিজিয়া বেগম। তার স্বামী এএইচএম তৌফিক। একমাত্র সন্তান তানিশা।
এরইমধ্যে সপরিবারে গত এক সপ্তাহ আগে আমেরিকাতে ঘুরতে গেছেন তানিয়া আফরিন। ১৯৮৫ সালের ১৩ মার্চ জন্ম নেয়া তানিয়া আফরিন ২০১২ সাল থেকে ‘বৈকুণ্ঠ’ আবৃত্তি একাডেমির সাথে যুক্ত। এছাড়াও তিনি অসহায় নারী ও শিশুদের জন্য কাজ করার দৃঢ় অঙ্গীকার নিয়ে গঠিত ‘ওমেন চাইল্ড স্কিল ডেলেভলপম্যান্ট ফাউণ্ডেশন’এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। উপস্থাপনা ও সম্প্রচার সাংবাদিক হিসেবে তিনি নানান সময়ে বাইফা, ট্র্যাব, সাকো টেলিফিল্ম ও বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন।
তানিয়া আফরিন বলেন,‘ একজন উপস্থাপিকা ও সম্প্রচার সাংবাদিক হিসেবে দর্শকের কাছ থেকে যে ভালোবাসা আমি পেয়েছি, তাতে সত্যি ধন্য আমি, মুগ্ধ আমি। আমি অতি সাধারণ একজন মানুষ। তারপরও যে সম্মান এই দেশ, এই দেশের মানুষ আমাকে দিয়েছে-তা আজীবন শ্রদ্ধার সাথে বুকে লালন করবো।’
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147851