কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : ভূরুঙ্গামারীতে চলতি মৌসুমে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে জয়মনিরহাট খাদ্যগুদামে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার আব্দুল জব্বার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হামিদুল ইসলাম, জয়মনিরহাট খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদূদ, জাবেদ আলী মন্ডল প্রমুখ।

জানা যায়, চলতি মৌসুমে লটারির মাধ্যমে উপজেলায় প্রতি কেজি ৫০ টাকা দরে ৫ হাজার ১শ’ মেট্রিক টন চাল ও প্রতি কেজি ৩৪ টাকা দরে ১৬৩ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147850