বগুড়ায় ফুটপাতে ব্যাপক অভিযান অর্ধলক্ষাধিক টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার : বগুড়া শহরে যানজট নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) ভ্রাম্যমাণ আদালত ব্যাপক অভিযান চালিয়েছেন। অভিযানকালে ফুটপাত থেকে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সড়কে অবৈধভাবে পার্কিং করে রাখা মোটরসাইকেল আটক করে জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্র জানায়, আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা ২টা থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রশিদুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মলিহা খানমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শহরের সাতমাথা থেকে অভিযান শুরু করেন। সাতমাথায় স্টেশন সড়কে সপ্তপদী মার্কেটের সামনে, বিআরটিসি বাস ডিপোর সামনে ও বগুড়া প্রেস ক্লাব পর্যন্ত সড়কের দু’পাশের ফুটপাতে অভিযান করা হয়।
অভিযানকালে ফুটপাতে হকারদের বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করে মালামাল জব্দ করে ট্রাকে তোলা হয়। তবে অভিযানের আঁচ পেয়ে আগেভাগেই অনেক হকার ফুটপাত থেকে মালামাল নিয়ে সটকে পড়েন। কেউ কেউ ফুটপাতে স্থাপনাসহ মালামাল রেখেই চলে যান। পরে ভ্রাম্যমাণ আদালত সেগুলো জব্দ করে ট্রাকে তোলেন।
এছাড়া ভ্রাম্যমাণ আদালত সাতমাথায় সড়কের একাংশে অবৈধভাবে পার্কিং করে রাখা বেশ কয়েকটি মোটরসাইকেল আটক করে জরিমানা করেন। এরপর শহরের কবি নজরুল ইসলাম সড়কের দুপাশে ফুটপাতে, চাঁদনী বাজার (কাঁঠালতলা), রাজাবাজারের সামনে সড়কের ফুটপাতে অভিযান চালানো হয়। অভিযানকালে আরও কয়েকটি মোটরসাইকেল আটক করে পৌরসভার ট্রাকে তুলে নিয়ে যাওয়া হয়। বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এই অভিযান চলে।

জেলা প্রশাসন সূত্র জানায়, অভিযানকালে মোটরসাইকেল চালকসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করে ৫৩ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে বগুড়া পৌরসভা ও সদর ট্রাফিক বিভাগ ও সদর থানার পুলিশ।
অভিযানকালে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও মিডিয়া) আতোয়ার রহমান, সদর ট্রাফিক বিভাগের ইনচার্জ (টিআই) প্রশাসন মো. সালেকুজ্জামান খাঁনসহ বগুড়া পৌরসভার বিভিন্ন কর্মকর্তাগণ।
উল্লেখ্য, আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) দৈনিক করতোয়ায় ‘বগুড়ায় দখলমুক্ত হয় না ফুটপাত, পুলিশ-হকার লুকোচুরি খেলা’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147844