দীর্ঘদিন দেশে থাকার পরিকল্পনা নিয়ে ফিরলেন রিজিয়া পারভীন
অভি মঈনুদ্দীন ঃ তিন দশকেরও বেশি সময় ধরে পেশাগতভাবে গান গেয়ে যাচ্ছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী রিজিয়া পারভীন। প্রয়াত অ্যাণ্ড্রু কিশোর ও রিজিয়া পারভীন একই ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চুর কাছে দীর্ঘদিন গানে তালিম নিয়েছেন। একবার নায়ক রাজ রাজ্জাক রাজশাহীতে প্রথম রিজিয়াকে গান গাইতে দেখেন। তখনই নায়ক রাজ তাকে কথা দিয়েছিলেন তাকে দিয়ে সিনেমায় প্লে-ব্যাক করাবেন। পরবর্তীতে নায়ক রাজ তার অভিনীত আজহারুল ইসলাম খান পরিচালিত ‘তালাক’ সিনেমাতেক প্রথম প্লে-ব্যাক করার সুযোগ করে দেন রিজিয়া পারভীনকে। সেই থেকে আজ অবধি তিনি পেশাগতভাবে গান গেয়েই যাচ্ছেন।
সিনেমাতে এক হাজারেরও বেশি গান গেয়েছেন রিজিয়া পারভীন। সিনেমায় তার কন্ঠে জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম হলো ‘তুমি সখা আমার বন্ধু লাগো’,‘ তুমি আমার চাঁদ আমি চাঁদেরই আলো’,‘ প্রেমের নামে মিথ্যে বলো না’,‘ সবার জীবনে প্রেম আসে’,‘ আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটারে’, ‘আশা আমার ভালোবাসা’, ইত্যাদি। কিছুদিন আগেও রিজিয়া পারভীন আমেরিকাতে বেশ কয়েকটি স্টেজ শো’তে সেখানকার প্রবাসী বাংলাদেশীদের গানে গানে মুগ্ধ করেছেন।
গত ২০ নভেম্বর রিজিয়া পারভীন দেশে ফিরেছেন। দেশে ফিরেই তিনি জানালেন, আগামী কয়েকমাস তিনি দেশেই থাকবেন। রিজিয়া পারভীন বলেন,‘ সিনেমায় আমার বেশকিছু জনপ্রিয় গান রয়েছে। তবে আমি যতোটা আশা করেছিলাম সিনেমার গান নিয়ে সে স্বপ্ন বা আশা পূরণ হয়নি। তারপরও শুকরিয়া মহান আল্লাহর কাছে। কারণ দেশের মানুষ আমাকে চিনেন জানেন, সম্মান করেন এটাই অনেক বড় প্রাপ্তি। এবার দীর্ঘদিন দেশে থাকার পরিকল্পনা নিয়েই দেশে ফিরেছি। বেশকিছু স্টেজ শো’তে পারফর্ম করার ব্যাপারে আলাপ চলছে। আশা করছি এই স্টেজ মৌসুমেও শ্রোতা দর্শককে গানে গানে মুগ্ধ করতে পারবো।’
রিজিয়া পারভীন ছোটবেলায় উচ্চাঙ্গ সঙ্গীত, নজরুল সঙ্গীত ও দেশাত্ববোধক গানে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন। তার প্রিয় শিল্পী শাহনাজ রহমতুল্লাহ, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন। তার কন্ঠে বহু জনপ্রিয় গান থাকলেও ‘পারিনা ভুলে যেতে’,‘ আমার মন বলে তুমি আসবে’ কিংবা ‘গানেরই খাতায় স্বরলিপি লিখে’ এই ধরনের জনপ্রিয় গান নেই বলে তার দুঃখও রয়েছে। কারণ তিনি সব ঘরানার গানই গাইতে জানেন, তবে কেন যে তার কন্ঠকে যথাযথভাবে কাজে লাগানো হয়নি, এটাই তার কষ্ট। রিজিয়া পারভীনের জন্ম কিশোরগঞ্জে। তার বাবা আব্দুল হামিদ, মা রুমা হামিদ। তার একমাত্র ছেলে প্রতীক। প্রতীকের দুই সন্তান ওমার ও আলিজা। ২০ আগস্ট জন্মনেয়া রিজিয়া পারভীনের প্রথম গানের অ্যালবাম মানাম আহমেদ’র সুরে ‘প্রেম’। এরপর একক ও দ্বৈত প্রায় ত্রিশটি অ্যালবাম প্রকাশিত হয়েছে। পলাশের সঙ্গে ভারতীয় বাংলা গানের কাভার গানের অ্যালবাম ‘সবাইতো সুখী হতে চায়’ সবচেয়ে আলোচিত অ্যালবাম।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147842