হিলি সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে কুপিজেসিক ইনজেকশন উদ্ধার
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর হিলি সীমান্তে অভিযান চালিয়ে ১ হাজার ৯৭৫ পিস ভারতীয় কুপিজেসিক ইনজেকশন আটক করেছে হিলি মংলা বিশেষ ক্যাম্পের বিজিবি টহল দলের সদস্যরা।
গতকাল সোমবার উপজেলার সাঁওতালপাড়া নামক স্থানে সীমান্তের শূন্য লাইনের ২০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে আসামিদের ফেলে যাওয়া পলিথিন ব্যাগ থেকে এসব ভারতীয় কুপজেসিক ইনজেকশন উদ্ধার করেছে বিজিবি’র টহল সদস্যরা। এসময় টহল বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে আসামিরা দ্রুত পালিয়ে যায় বলে জানায় বিজিবি।
বিষয়টি জয়পুরহাট ব্যাটালিয়ান ২০ বিজিবি’র পক্ষ থেকে প্রেস রিলিজ এর মাধ্যমে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করা হয়। সেখানে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট ব্যাটালিয়ান (২০ বিজিবি’র) আওতাধীন হিলি সীমান্তের মংলা বিশেষ ক্যাম্পের বিজিবি টহলদল উপজেলার সাঁওতালপাড়া নামক স্থানে সীমান্তের শূন্য লাইনের ২০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে তিন জন ব্যক্তিকে দেখতে পায়।
এসময় টহল বিজিবি সদস্যরা ধাওয়া করলে তাদের হাতে থাকা পলিথিন ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে ফেলে যাওয়া পলিথিন ব্যাগ থেকে ভারতীয় কুপিজেসিক ইনজেকশন উদ্ধার করে। যার আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৯৫ হাজার ৫শ’ টাকা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147840