বগুড়ার শাজাহানপুরের বগুড়া-নাটোর সড়কে বাস চাপায় বৃদ্ধা নিহত

বগুড়ার শাজাহানপুরের বগুড়া-নাটোর সড়কে বাস চাপায় বৃদ্ধা নিহত

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী বাসের চাপায় ছালেকা বেগম (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত বৃদ্ধা শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের মানিকদিপা পদ্মপাড়া গ্রামের মৃত ইউনুস আলীর স্ত্রী।

আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে বগুড়া-নাটোর সড়কে উপজেলার উমরদিঘী হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃদ্ধা ছালেকা উমরদিঘী হাটে বাজার করে বাড়ি ফেরার জন্য বিকাল সাড়ে ৪টার দিকে সড়কের পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে পায়ে হেঁটে পার হচ্ছিলেন।

এমন সময় একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। কুন্দারহাট হাইওয়ে থানার ওসি হাফিজুর রহমান জানান, বাস চাপায় নিহত বৃদ্ধার সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটি আটক করা যায়নি। শনাক্ত পূর্বক বাসটি আটক করতে পুলিশী কার্যক্রম অব্যহত আছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147832