চট্টগ্রামে ইটভাটায় নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

চট্টগ্রামে ইটভাটায় নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার একটি ইটভাটায় এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলেন- মো. রবিউল আলম (৩৫) ও জাহেদুল ইসলাম (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, সন্দ্বীপের ওই ইটভাটায় কর্মরত ছিলেন ভুক্তভোগী নারীসহ আরও চার শ্রমিক। সোমবার রাতে ওই নারীকে অভিযুক্তরা পালাক্রমে ধর্ষণ করে। ঘটনার পরপরই অভিযুক্তদের মধ্যে দুজন পালিয়ে যায়, আর বাকি দুইজনকে সন্দ্বীপ থানা পুলিশ গ্রেফতার করে।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল আলম চৌধুরী জানান, ভুক্তভোগী নারীকে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে আনেন ওই ইটভাটার শ্রমিকদের সর্দার। পরে ওই নারীকে চারজন মিলে ধর্ষণ করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ভুক্তভোগী নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করানো হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147830