সরকার দেশের মালিক না জনগণের ট্রাস্টি : এড. সুলতানা কামাল
নাটোর প্রতিনিধি: সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং আমরাই পারি বাংলাদেশের চেয়ারপার্সন ও মানবাধিকার কর্মী এড. সুলতানা কামাল বলেছেন, এই দেশ আমাদের সকলের। বিরাট জনগোষ্ঠীর এই রাষ্ট্রে ভিন্নতা থাকবে। এটাই সৌন্দর্য্য। কোন সরকার দেশের মালিক না। সরকার হচ্ছে জনগণের ট্রাস্টি। কাউকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বলার অধিকার সরকারের নেই। এটা সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন।
এজন্য সংবিধান সংশোধন করা প্রয়োজন। গতকাল সোমবার দুপুরে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে সমতলের আদিবাসীদের সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এরআগে বেলা ১১টায় সম্মেলনের উদ্বোধন করেন তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও নারী নেত্রী সুলতানা কামাল।
সম্মিলিতভাবে ‘সমতল আদিবাসী সম্মেলন’র আয়োজনে করে আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট ও স্থানীয় নাগরিক সংগঠন লাসটার, নিডা, সোসাইটি, পিকেএসএস, অর্পা, বাঁতে চাই, এমএসএস, ব্রেড এবং এসডিকেএস। ইউরোপিয় ইউনিয়নের অর্থায়নে ও ক্রিশ্চিয়ান এইডের সহযোগিতায় এই সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে সুলতানা কামাল বলেন, বাংলাদেশে মুক্তিযুদ্ধ করেছিলো এদেশের জনগোষ্ঠী। তাই এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার থাকবে, অর্থনৈতিক অধিকার থাকবে, মানুষের সামাজিক অধিকার থাকবে, সাংস্কৃতিক অধিকার থাকবে। এই দেশ হবে সাম্যের দেশ, ন্যায় বিচারের দেশ, মানবিক দেশ, তার কোন ব্যতয় ঘটতে পারবে না। আমি মানবধিকার নিয়ে কাজ করি, মানবাধিকার বলে কোন মানুষ কোন দেশের কোন জাতি-গোষ্ঠী, সংখ্যা অনুযায়ী বাস করে তাহলে মানবধিকারের চরম লঙ্ঘন। আমরা যারা মানবধিকার নিয়ে কাজ করি প্রত্যেকে আমরা মানবধিকার কর্মী।
অনিমা কুজুরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ক্রিশ্চিয়ান এইডের কান্ট্রি ডিরেক্টর নুজহাত জাবিন, আমরাই পারি’র প্রধান নির্বাহী জিনাত আরা হক, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিচিত্রা তির্কী, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নীলা হাফিজা, জেলা যুব অধিদপ্তরের উপ-পরিচালক (অ.দা.) মখলেছুর রহমান, জেলা লিগ্যাল এইড অফিসার বাদল কুমার চন্দন, পিকেএসএস’র এর নির্বাহী পরিচালক ডেইজি আহমেদ, এসডিকেএস’র নির্বাহী পরিচালক নাসিরউদ্দিন মাঈনুলসহ আদিবাসী বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147823