অনূর্ধ্ব-১২ এর বাচ্চারাও এই ভুল করবে না: আকবর

অনূর্ধ্ব-১২ এর বাচ্চারাও এই ভুল করবে না: আকবর

স্পোর্টস ডেস্কঃ  শিরোপার খুব কাছে গিয়েও হতাশ হতে হয়েছে বাংলাদেশ ‘এ’ দলকে। কাতারে রাইজিং স্টারস এশিয়া কাপ ফাইনালে সুপার ওভারে পাকিস্তান শাহীনসের কাছে হারতে হয়েছে আকবর আলীর দলকে। এর আগে সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালে উঠে বাংলাদেশ। সেই ম্যাচে নিজের ভুল থ্রো নিয়ে বেশ সমালোচিত হন আকবর আলী। এমনকি দেশে ফিরেও বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক স্বীকার করেছেন, এমন ভুলের কোনো ব্যাখাই নেই তার কাছে!

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে দেশে ফিরেছে বাংলাদেশ ‘এ’ দল। এ সময় গণমাধ্যমের মুখোমুখি হয়ে আকবর বলেন, ‘ওই মোমেন্টে কী হয়েছে, আমি নিজেও জানি না। আমি কেন করেছি, এটার কোনো ব্যাখ্যাও নেই। তবে যে ভুলটা আমি করেছি, ওটা অনূর্ধ্ব–১২–এর খেলোয়াড়েরাও করবে না। আসলে আমি এটাই বললাম যে এটার কোনো ব্যাখ্যা নেই আসলে আমার কাছে। তো আমার কাছে মনে হয়েছে যে আমি একটা ভুল করেছি এবং সরি বলেছিলাম ম্যাচ শেষে সবাইকে।’

শিরোপা হাতছাড়া করায় হতাশা প্রকাশ করে বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘প্লেয়ার, কোচিং স্টাফ থেকে সবাই একটু হতাশ, যেখান থেকে আমরা ফিরে এসেছি, এরপর সুপার ওভারে হারা সবার জন্য হতাশাজনক। চেষ্টা করেছি সর্বোচ্চটা দেওয়ার, শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। সব মিলিয়ে বলতে হবে আমরা বেশির ভাগ জায়গায় ভালো ক্রিকেট খেলেছি, ফাইনাল জিততে পারলে, কোনো কোনো ম্যাচে ভুল কম করলে বলতাম আমরা পারফেক্ট টুর্নামেন্ট খেলে ফিরেছি।’

সুপার ওভারে ফাইনালে হেরে যাওয়া প্রসঙ্গে আকবর বলেন, ‘সুপার ওভারে কোনো দলই অভ্যস্ত নয়, সুপার ওভার হয়ই কালেভদ্রে। টানা দুইটা ম্যাচে সুপার ওভার খেলার ঘটনা কমই ঘটে। সুপার ওভারে হাইরিস্ক শটই খেলতে হয়, অনেক সময় ক্লিক করে, অনেক সময় করে না। আমি এভাবেই দেখছি ব্যাপারটাকে।’ 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147822