নারী অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, যা বললেন রুবাবা

নারী অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, যা বললেন রুবাবা

স্পোর্টস ডেস্ক : দেশের নারী ক্রিকেটে সাম্প্রতিক আলোচনার মধ্যে অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের মনোবল বাড়াতে প্রথমবারের মতো তাদের সঙ্গে দেখা করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের নতুন চেয়ারম্যান রুবাবা দৌলা।

সোমবার (২৪ নভেম্বর) বিকালে মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের অফিস ভবনে অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। আগামী ৩০ নভেম্বর কক্সবাজারে শুরু হতে যাওয়া পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজকে সামনে রেখে চলছে দলের প্রস্তুতি। এর মাঝেই দলকে শুভেচ্ছা জানাতে হাজির হন রুবাবা।

এ সময় তিনি দলটির সদস্যদের সঙ্গে পরিচিত হন এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। নারী ক্রিকেটারদের জন্য সব ধরনের প্রয়োজনীয় সুবিধা, সহযোগিতা ও সুরক্ষার নিশ্চয়তা দেওয়ার প্রতিশ্রুতিও দেন নতুন চেয়ারম্যান।

পরে অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়কের সঙ্গে জার্সি উন্মোচন করেন রুবাবা দৌলা। নারী ক্রিকেটের উন্নয়ন, সুরক্ষা ও পেশাদার কাঠামোকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হেনস্থার অভিযোগ ও বিস্ফোরক মন্তব্যের পর নারী ক্রিকেট নিয়ে যে আলোচনার ঝড় উঠেছিল, তার মাঝেই এই সাক্ষাৎ নারী ক্রিকেটে নতুন করে ইতিবাচক বার্তা দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147802