দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা লি মারা গেছেন

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা লি মারা গেছেন

বিনোদন ডেস্ক : দক্ষিণ কোরিয়ার অন্যতম জনপ্রিয় অভিনেতা লি সুন-জে মঙ্গলবার ৯১ বছর বয়সে মারা গেছেন। তার সংস্থা এই খবর নিশ্চিত করেছে। চলচ্চিত্র, টেলিভিশন এবং মঞ্চ নাটক মিলিয়ে ৭০ বছরেরও বেশি সময় ধরে তিনি বিভিন্ন মাধ্যমে কাজ করেছেন। পর্দায় জ্ঞানী ও প্রবীণ মানুষের চরিত্রে অভিনয় করে তিনি টিভি ড্যাড তকমা পেয়েছিলেন।

তার দুটি সবচেয়ে পরিচিত কাজের মধ্যে রয়েছে ১৯৯১ সালের জনপ্রিয় সোপ অপেরা হোয়াট অন আর্থ ইজ লাভ। এতে তিনি একজন কঠোর পিতার ভূমিকায় অভিনয় করেন। ২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত সম্প্রচারিত জনপ্রিয় সিটকম হাই কিকে তিনি অভিনয় করে স্নেহময় দাদার চরিত্রে।

তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই দক্ষিণ কোরিয়া জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। কে-পপ গায়কদের মতো তরুণ তারকা থেকে শুরু করে প্রেসিডেন্ট লি জে মিয়াং পর্যন্ত অনেকেই উষ্ণতা ও দয়ার কথা স্মরণ করে শ্রদ্ধা জানিয়েছেন। প্রেসিডেন্ট ফেসবুকে লিখেছেন, মঞ্চ থেকে শুরু করে চলচ্চিত্র, টেলিভিশন পর্যন্ত, তিনি আমাদের হাসি, আবেগ, সান্ত্বনা এবং সাহস জুগিয়েছিলেন।

গত বছর পর্যন্তও তিনি অভিনয় চালিয়ে গেছেন এবং কমেডি সিরিজ ডগ নোজ এভরিথিং-এ মুখ্য ভূমিকার জন্য তিনি কেবিএস ড্রামা অ্যাওয়ার্ডসে গ্র্যান্ড প্রাইজ জিতেছিলেন। তিনিই ছিলেন এই সম্মান অর্জনকারী সবচেয়ে বেশি বয়সী দক্ষিণ কোরিয়ান অভিনেতা।

২০১৩ সালের ভ্রমণ বিষয়ক জনপ্রিয় রিয়েলিটি শো গ্র্যান্ডপাস ওভার ফ্লাওয়ার্স-এ তিনি তাঁর সহকর্মী প্রবীণ অভিনেতাদের বলেছিলেন, যখন আপনি বসে থাকবেন এবং অন্যদের আপনার জন্য অপেক্ষা করবেন বলে প্রত্যাশা করবেন, তখনই আপনি বৃদ্ধ হয়ে যাবেন। বয়স্ক তারকাদের বিদেশে দীর্ঘ ও কঠিন ভ্রমণ নিয়েই তৈরি করা হয়েছিল এই অনুষ্ঠান।

১৯৩৪ সালে এখনকার উত্তর কোরিয়ার হোয়েরিয়ং কাউন্টিতে জন্মগ্রহণ করেন লি। মাত্র চার বছর বয়সে তার পরিবার দক্ষিণে সিওলে চলে আসে। ১৯৪৫ সালে জাপান থেকে কোরিয়া মুক্ত হওয়ার সময় তিনি রাজধানী সিওলের নামদেমুন বাজারে তার দাদা-দাদির দোকানে কাজ করতেন।

তিনি মর্যাদাপূর্ণ সিওল ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে দর্শন নিয়ে পড়াশোনা করেছিলেন, কিন্তু স্যার লরেন্স অলিভিয়ারের হ্যামলেট-এর নাম ভূমিকায় অভিনয় দেখে তিনি অভিনয়ে অনুপ্রাণিত হন এবং মঞ্চে পা রাখেন। পরবর্তীতে তিনি টেলিভিশন ও চলচ্চিত্র জগতেও প্রবেশ করেন। কর্মজীবনে তিনি প্রায় ১৪০টি টেলিভিশন শোতে অভিনয় করেছেন। গত বছরের অক্টোবরে অসুস্থতার কারণে তিনি ওয়েটিং ফর গোডো নাটকটির মাঝপথ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন। যদিও ডিসেম্বরের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি জনসমক্ষে এসেছিলেন।

অভিনয়ের পাশাপাশি তিনি একসময় রাজনীতিতেও প্রবেশ করেছিলেন। ১৯৯২ সালে তিনি কনজারভেটিভ ডেমোক্রেটিক লিবারেল পার্টির সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু চার বছরের মেয়াদ শেষে তিনি আর নির্বাচনে অংশ নেননি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147798