মাগুরায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন
মাগুরায় খুচরা সার বিক্রেতাদের ট্রেড অর্গানাইজেশন (টি.ও) লাইসেন্স বহালের দাবিতে সাব-ডিলাররা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
মঙ্গলবার দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার শতাধিক খুচরা সার ব্যবসায়ী অংশ নেন। পরে ব্যবসায়ীরা তাদের দাবিসংক্রান্ত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন।
মানববন্ধনে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বক্তব্য দেন কামাল হোসেন বিকো ও বিশ্বজিৎ চক্রবর্তী।
বক্তারা বলেন, ২০০৯ সালে সরকারি নীতিমালা অনুযায়ী উপজেলা পর্যায়ে খুচরা সার বিক্রয়ের অনুমতি ও অনুমোদনের জন্য টি.ও লাইসেন্স চালু করা হয়। এতে গ্রামীণ কৃষকরা দ্রুত সার সুবিধা পেতেন। বিগত সরকার কৃষকদের সুবিধার্থে এ নিয়ম চালু করেছিল। এর ফলে একচেটিয়া সার ব্যবসা বন্ধ হয়ে কৃষকরা উপকৃত হন। কিন্তু ২০২৫ সালে এসে এ নীতিমালার খসড়া অনুমোদন স্থগিত করা হয় এবং ২০২৬ সালের মার্চ মাসে এ সুবিধা স্থগিত করার নির্দেশনা জারি করা হয়েছে। এ সিদ্ধান্তের ফলে কৃষকসহ খুচরা সার ব্যবসায়ী ও ডিলাররা ক্ষতির মুখে পড়ছেন।
এ অবস্থায় ২০০৯ সালের নীতিমালা বহাল রাখার দাবি জানান বক্তারা।
মানববন্ধন শেষে ব্যবসায়ীরা মিছিলসহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147795